সকল মেনু

যুক্তরাষ্ট্রে টিকটকসহ চীনা অ্যাপ নিষিদ্ধ

হটনিউজ ডেস্ক:

ভারতের পর এবার যুক্তরাষ্ট্রও টিকটকসহ বেশ কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে।

মার্কিন টেভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ভারতে ইতিমধ্যেই টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। খবর ফক্স নিউজের।

পম্পেও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করার আগে আমি আগবাড়িয়ে কিছু বলতে চাই না। তবে আমরা অবশ্যই বেশ কয়েকটি চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছি। সেটা কার্যকরও করা হবে।

আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ, করোনা পরিস্থিতি ও হংকং নিয়ে বেজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপে দু’দেশের সম্পর্ক ফের তিক্ত হয়ে উঠেছে।

এই আবহেই বেশ কয়েকটি চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ আমেরিকায় নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যদের দাবি, টিকটক গ্রাহকদের যাবতীয় ব্যক্তিগত তথ্যাদির উপর নজরদারি করে।

এতে আমেরিকার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top