সকল মেনু

শত বছরের প্রাচীন নৌকা সংরক্ষণে জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন

kalapara-02 (21-08-13) 01নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে, ২১ আগস্ট :অবশেষে কুয়াকাটায় প্রাচীন নৌকাটি সংরক্ষণের জন্য জাদুঘরের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে এই জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। এসময় প্রততত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, আন্তর্জাতিক নৌকা বিশেষজ্ঞ ইভাস মারে উপস্থিত ছিলেন। ২০১২ সালের জুন মাসে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন বেলাভূমের নিচে স্থানীয় জেলেরা প্রাচীন এই নৌকাটি আবিষ্কার করে। ৭২ ফুট দীর্ঘ এবং ২২ ফুট প্রস্থ নৌকাটি নিয়ে দৈনিক জনকন্ঠসহ বিভিন্ন পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এরপরে বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদফতর দফায় দফায় পরিদর্শন শেষে সংরক্ষণের উদ্যোগ নেয়। ২০১২ সালের নবেম্বর মাসে নৌকাটি উদ্ধারে আন্তর্জাতিক নৌকা বিশেষজ্ঞ ইভাস মারেকে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক করে উদ্ধার কার্যক্রম শুরু হয়। নৌকাটি উদ্ধার শেষে নির্মিতব্য জাদুঘর এলাকায় স্থাপনের জন্য সেনাবাহিনীর একটি টিম কাজ করে। প্রাচীন এই দুর্লভ নিদর্শনটি কুয়াকাটায় রাখাইন বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় স্থাপনের ফলে কুয়াকাটায় পর্যটকের জন্য আরেকটি সুখবর বয়ে এলো। দেখতে পারবে দুর্লভ প্রাচীন নৌকাটি। শত বছরের প্রাচীন এই নৌকাটি সংরক্ষণে উদ্যোগ গ্রহনের ফলে কুয়াকাটার স্যেন্দর্যে আরেকটি পালক সংযোজিত হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top