সকল মেনু

ইসরায়েল থেকে Spice-2000 বোমা ক্রয়ের পরিকল্পনা ভারতের

হটনিউজ ডেস্ক:

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চীন উত্তেজনা চরমে। ইতিমধ্যেই লাদাখে সামরিক সরঞ্জাম জড়ো করেছে দুই দেশ। ভারত মোতায়েন করেছে টি-৯০ ট্যাঙ্ক, আকাশ মিসাইল। জুলাই মাসেই ফ্রান্স থেকে আনা হচ্ছে ৬টি রাফায়েল জেট। পাশাপাশি ইসরায়েলে তৈরি আরও Spice-2000 বোমা কেনার পরিকল্পনা করেছে ভারত।

ভারতের হাতে রয়েছে Spice-2000 বোমা। সেই সংখ্যা আরও বাড়াতে চাইছে কেন্দ্র। সেনা সূত্রে খবর, ৭০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে Spice-2000। এর যে উন্নত সংস্করণ তৈরি হয়েছে তা বাঙ্কার ও শক্তিশালী কোনও আস্তানাও গুঁডিয়ে দিতে পারে।
উল্লেখ্য, বালাকোট বিমান হানায় যে Spice-2000 বোমা ব্যবহার করা হয়েছিল তা কোনও বিল্ডিং ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটাতে পারে। সম্প্রতি জরুরিকালীন অবস্থায় জন্য সেনাকে কিছু ক্ষমতা দিয়েছে মোদী সরকার। ওই ক্ষমতাবলে ৫০০ কোটি টাকার মধ্যে যে কোনও অস্ত্র কিনতে পারে প্রতিরক্ষা সেনাবাহিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top