সকল মেনু

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি মাইজভান্ডারীর

maizvandari-sm20130820120007স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।মঙ্গলবার বিকেলে রাজধানীর কলাবাগানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নীতি নির্ধারনী সভায় এ দাবি জানান তিনি।এ সময় বাংলাদেশ তরীকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ্ রব্বানীর ওপর জামায়াত-শিবিরের হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদ জানানো হয়। সারা দেশের দলীয় নেতাকর্মীদের শিবির বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে অভিযোগ করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সভায় মাইজভান্ডারী হাইকোর্টের রায়ের আলোকে জামায়াতের নিবন্ধন বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান। মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচারকার্য দ্রুত সম্পাদন করে রায় কার্যকর করতেও সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ তরীকত ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মহাসচিব এম এ আউয়াল, প্রেসিডিয়াম সদস্য শাহ্ মিরান আল-কাদেরী নন্দনপুরী, যুগ্ন মহাসচিব ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার ও সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী প্রমুখ।এম এ আউয়াল বলেন, জামায়াত-শিবির একটি সন্ত্রাসী জঙ্গিবাদী দল। ইসলামের নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষের অনুভুতিকে কাজে লাগিয়ে পাকিস্তানি শাসন ব্যবস্থা কায়েম করার হীন অপতৎপরতায় লিপ্ত। এসবের প্রতিবাদ করায় সন্ত্রাসী কায়দায় সারা দেশে আমাদের দলীয় নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।সভায় জামায়াত-শিবিরের সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ২ মাস সারা দেশে গণসংযোগ, সভা-সমাবেশ, পথসভা, ঢাকা মহানগর কাউন্সিল ও ঢাকায় জাতীয় মহাসমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top