সকল মেনু

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

হটনিউজ ডেস্ক:

ঢাকার সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দিয়েছে।

এ কারণে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এর ওপর দিয়ে সোমবার রাত থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত তা অব্যাহত আছে বলে জানা গেছে।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান জানান, পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এ ধাক্কা খেয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এতে ফাটলের শঙ্কায় দেখা দেয়ায় সোমবার রাত থেকে সেতুটির একপাশের লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরবর্তীতে রাতে সেতুটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে সেতুর যানচলাচল খুব দ্রুতই স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বুড়িগঙ্গা সেতু-১ বন্ধ হলেও বাবুবাজারের সেতু দিয়ে মাওয়া অভিমুখে চলাচল করা যাচ্ছে।

এছাড়া লঞ্চডু‌বির ঘটনায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দি‌কে সুমন ব্যাপারী (৩২) নামে একজনকে জী‌বিত উদ্ধার করা হ‌য়ে‌ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top