সকল মেনু

পাস হচ্ছে অর্থবিল, কাল মূল বাজেট

হটনিউজ ডেস্ক:

পাঁচ দিন বিরতির পর আজ সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বসছে সংসদের মুলতবি বৈঠক। বৈঠকে আজ অর্থবিল ও আগামীকাল সোমবার (৩০ জুন) মূল বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই মুলতবি দেওয়া হয়।

১৬ জুন থেকে নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। ১৭ জুন, ২২ জুন, ২৩ জুন ও ২৪ জুন ওই আলোচনা চলে। মুলতবি দেওয়ার পর আজ ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন মূল বাজেট পাস হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংপ্তিতম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা সাধারণ আলোচনা চলতে পারে। আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের ইতোমধ্যে তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়। আগামী ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top