সকল মেনু

২৪ ঘণ্টায় ঢাকার চেয়ে চট্টগ্রামে মৃত্যু বেশি

হটনিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কভিড-১৯) নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের, যাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন ও চট্টগ্রাম বিভাগের ১৮ জন রয়েছেন। ঢাকার চেয়ে এবার চট্টগ্রাম বিভাগে মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তিনিও করোনা সংক্রান্ত বক্তব্য রাখেন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭৫ জন।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে জন ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

তিনি বলেন, হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ জনের এবং বাড়িতে মৃত্যু হয়েছে ১৪ জনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top