সকল মেনু

অতি সুন্দরী হওয়ায় প্রার্থিতা বাতিল

vot-150x150বিনোদন ডেস্ক,২০আগষ্ট’১৩: দেখতে অতি সুন্দরী ও আকর্ষণীয় হওয়ায় ইরানের সিটি কাউন্সিল নির্বাচনে এক নারী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।-তেহরান ইরানের কোয়াজভিন শহরের সিটি কাউন্সিল নির্বাচনে ১০ হাজার ভোট পেয়ে ১৬৩ জন প্রার্থীর মধ্যে ১৪তম হন ২৭ বছর বয়সী নিনা সিয়াহকালি মোরাদি। সিটি কাউন্সিলের বিকল্প প্রার্থী হিসেবে তার ওঠে আসে। পরে, নিনার আগের প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালে নিনা ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হন। এ ব্যাপারে কোয়াজভিন সিটি কাউন্সিলের এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘আমাদের কোনো ক্যাটওয়ার্ক করা মডেলের প্রয়োজন নেই।’ তবে, ইসলামি নীতি না মানার জন্যই স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী নিনার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে ইরানের হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top