সকল মেনু

প্রশ্নপত্র ফাঁস

download (3)নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ আগস্ট : কলাপাড়ায় মৎস অফিসের উদ্যোগে ইসিআরআরপি প্রকল্পের উদ্যোগে মাঠকর্মী (ইনুমিরেটর) নিয়োগের লিখিত পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে। কোন ধরনের প্রচার ছাড়াই গোপনে মৎস অফিসের কলাপাড়াস্থ কর্মকর্তার কক্ষে মঙ্গলবার নিয়োগের এই লিখিত পরীক্ষা শুরু করা হয়। কিন্তু আগে ভাগেই অভিযুক্ত কর্মকর্তার তৈরি করা প্রশ্নপত্র তিন পরীক্ষার্থীর হাতে পৌছে দেয়া হয় মর্মে অভিযোগ পাওয়া যায়। এই লিখিত পরীক্ষায় মোট আটজন পরীক্ষার্থী অংশ নেয়। বিষয়টি স্থানীয় লোকজন ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনকে অবহিত করলে তিনি লিখিত পরীক্ষা তাৎক্ষণিক বাতিল করে দেন। বিষয়টি কলাপাড়ায় অফিস পাড়ায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। উল্লেখ্য ওই প্রকল্পের অধীনে কয়েক মাসের জন্য তিনজন মাঠকর্মী নিয়োগ দেয়ার কথা। কিন্তু কোন ধরনের প্রচার ছাড়াই গোপনে আর্থিক সুবিধার মধ্য দিয়ে মৎস বিভাগের চিহ্নিত কর্মকর্তা এই নিয়োগ দেয়ার প্রক্রিয়া চালায়। এব্যাপারে উপজেলা মৎস কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, লিখিত পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আটজন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। প্রচার সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, অফিসে নিয়োগের নোটিশ টানানো হয়েছে। পরবর্তীতে মৌখিক পরীক্ষা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বহুল প্রচার করা হয় নি মর্মে অভিযোগের কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top