সকল মেনু

ছুটি বাড়ল আরও ২ সপ্তাহ

হটনিউজ ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আরও ২ সপ্তাহ (১৪ দিন) বাড়ল। বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, ‘এ সময় পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। একই সঙ্গে সাধারণ ছুটি চলাকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সর্বশেষ বাড়ানো সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে শনিবার শেষ হচ্ছে। এর আগে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৫ মে এবং সর্বশেষ ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top