সকল মেনু

শিকাগোতে বৈঠকে বসছে পোশাক ক্রেতারা

Plan-bg20130820034331নিউজ ডেস্ক,হটনিউ২৪বিডি.কম,ঢাকা: বাংলাদেশের কারখানাগুলোতে কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের জন্য গত মাসে ঘোষিত পরিকল্পনা প্রয়োগে যুক্তরাষ্ট্রের শিকাগোতে মঙ্গলবার বৈঠকে বসছে পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো।কারখানার শ্রমিকদের নিরাপত্তায় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো মাথা ঘামাচ্ছে না এ ধরনের সমালোচনার প্রেক্ষিতে ওই পরিকল্পনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানগুলো।পোশাক ক্রেতা ২০টি কোম্পানির সনন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ গ্রুপ জানিয়েছে, পোশাক কারখানাগুলোর নিরাপত্তা খাতে ব্যয়ের জন্য ইতোমধ্যে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার তহবিল বাবদ জমা দিয়েছে তারা। এই তহবিল ও এর বিভিন্ন কর্মসূচি দেখাশোনার জন্য একজন নির্বাহী পরিচালক ও একটি ব্যবস্থাপনা কমিটি নিয়োগেরও পরিকল্পনা করা হচ্ছে।গ্রুপটি আরও জানায়, ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কারখানাগুলোতে কাজের পরিবেশের উন্নয়ন ঘটাতে কর্তৃপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। গত এপ্রিলে রানা প্লাজা ধসে যে দুর্ঘটনা ঘটেছে একই পরিণতি যেন অন্য কোনো কারখানার ভাগ্যে না ঘটে সে জন্য কাজ করে যাচ্ছে গ্রুপটি।ম্যাকিস ইনক ও টার্গেট কর্পোরেশনের মতো পোশাক ক্রয়ের বৃহৎ প্রতিষ্ঠানগুলো সমন্বয়ে গঠিত এই গ্রুপ শ্রমিক ও কারখানাগুলোকে নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়ার জন্য গত মাসে পাঁচবছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করে। কারখানার নিরাপত্তা সংস্কারে অর্থ ব্যয় করবে উল্লেখ করে প্রয়োজনে কারখানাগুলোকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করে গ্রুপটি।জানা যায়, হ্যানেজ এন্ড মৌরিতজ এবি, টমি হিলফিগার পারেন্ট পিভিএইচ কর্পোরেশনসহ আরও ৭০টি প্রতিষ্ঠান-বিশেষ করে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশের প্রায় পাঁচ হাজার পোশাক কারখানাকে সরাসরি অর্থ পরিশোধ করে। শ্রমিক অধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ ও সমালোচনার প্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষর ও অর্থ প্রদানে সম্মত হয় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top