সকল মেনু

গণস্বাস্থ্যকে কিট পরীক্ষার খরচ চেয়ে বিএসএমএমইউর চিঠি

হটনিউজ ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা শনাক্ত করার কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেওয়ার কথা বলে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ গণস্বাস্থ্যকে এই চিঠি দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি গতকাল বেলা ২টায়। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, এটা সরকারি খরচ, এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর ২টায় চিঠি আসায় গতকাল ব্যাংকে টাকা জমা দিতে পারি নাই, আজ জমা দেব।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য ২০০ কিট চেয়েছে, সেটাও আমরা পৌঁছে দেব। কিট পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top