সকল মেনু

প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করছে মালয়েশিয়া সরকার

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সে দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে।

এ বিষয়ে মালয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এ কথা জানান।

চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশকে অনুরোধ করেন।

এ ছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top