সকল মেনু

গুলি করে হত্যা গানম্যানের ব্যক্তিগত দায় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

হটনিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছে, গাজীপুরে একজনকে গুলি করে হত্যার ঘটনায় গানম্যানকে শাস্তির মুখোমুখি হতেই হবে। এ হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কৃত অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। জনগণের সহায়তায় এসআই কিশোরকে অস্ত্রসহ গাজীপুর জেলার সীমানা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়ে সেজন্য পুলিশ ও স্থানীয়দের ধন্যবাদ জানান মন্ত্রী।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top