সকল মেনু

বাবা-ভাইয়ের কাঁধে করে দাফন দেয়া সেই যুবকের করোনা ছিল না

হটনিউজ ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খাটিয়া না পেয়ে বাবা-ভাইয়ের কাঁধে করে লাশ দাফন করা সেই যুবকের মৃত্যু করোনাভাইরাসে হয়নি।

দাফনের তিন দিন পর রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মৃত যুবক আবদুস সালামের নমুনা পাঠানো হয়। সেখানে তার রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, আবদুস সালাম গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে গ্রামবাসীর সন্দেহ হয়। এতে বক্তারপুর কান্দাপাড়া মসজিদ কমিটি তার মরদেহ বহনের জন্য খাটিয়া দেয়নি।

খাটিয়া ছাড়াই বাবা জবুল মিয়া এবং দুই ভাই খালেক মিয়া ও আলী নূর মিয়া কাঁধে করে মরদেহ কবরস্থানে নিয়ে যান। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হৃদয়বিদারক এ ঘটনাটি দেশব্যাপী তোলপাড় শুরু হয়।

মৃতের বাবা জবুল মিয়া বলেন, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তার দাফন-কাফনে কেউ এগিয়ে আসেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top