সকল মেনু

করোনা থেকে সুস্থ হয়ে উঠার হার বাড়ছে ইতালিতে

হটনিউজ ডেস্ক:
ইতালিতে কভিড-১৯ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার হার বাড়ছে। রবিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫৯০ জন। ২১ ফেব্রুয়ারি ইতালিতে মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার পর এটাই সুস্থ হয়ে উঠার সবচেয়ে বড় রেকর্ড। এ পর্যন্ত ইতালিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ হাজার ৬২০ ব্যক্তি। দেশটির সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এ তথ্য জানিয়েছেন।

ইতালিতে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন, ১১ হাজার ৫৯১ জন। তবে ধীরে ধীরে মৃত্যু ও সংক্রমণের হার কমে আসছে দেশটিতে।
সংক্রমণে এ পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৬৪ হাজার ২৫৩। ইতালিতেও সংক্রমণের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালির পরেই করোনা সংক্রমণে স্পেন (৮৭ হাজার ৯৫৬) ও চীনের (৮১ হাজার ৫১৮) অবস্থান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top