সকল মেনু

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ, কী বলবেন প্রধানমন্ত্রী?

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২৩ মার্চ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর আজকের ভাষণে করোনা পরিস্থিতি মোকাবেলায় কী করণীয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসবে। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মত বাংলাদেশও লকডাউনের পথে এগোবে কিনা সেটিও স্পষ্ট হবে সরকার প্রধানের ভাষণে।

এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উঠে আসতে পারে তার ভাষণে। দীর্ঘ কারাভোগের পর খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ভাষণে সেই করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। এটাই প্রত্যাশা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top