সকল মেনু

অনৈতিক কর্মকান্ড প্রতিহত কালে ৫ যুবককে ফাঁসিয়ে দিয়েছে ডিবি পুলিশ

dv policeমৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভ্যাকেশন রেষ্ট হাউজে কলর্গাল নিয়ে আমোদপূর্তিতে বাধা দেয়ার ঘটনায় ৫ যুবককে ছিনতাইয়ের অভিযোগে ফাসিঁয়ে দিয়েছে ডিবি পুলিশ। রোবরার রাতে শ্রীমঙ্গল রেল গেইট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো শ্রীমঙ্গলের রুপসপুর এলাকার রুবেল আহমদ(২৩),শান্তিবাগ এলাকার শেখ মোঃ রায়হান(২৮),শ্যামলী এলাকার রাহিন আহমদ(২৫), লালবাগ এলাকার জুনেদ মিয়া(২৮) ও মিশন রোড এলাকার রফিকুল ইসলাম(২৩)। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ১৫ আগষ্ট (বৃহস্পতিবার) কমলগঞ্জ উপজেলার সাজিম আহমদ তরফদার তার প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ভ-০২-০৯২৪) গাড়িটি নিয়ে শ্রীমঙ্গলের ভ্যাকেশন রেষ্ট হাউজ এলাকায় কলর্গাল নিয়ে রাত্রিযাপন করতে গেলে স্থানীয় লোকজন তাকে বাধা দেয়। এ সময় সাজিম স্থানীয় লোকদের দেখে নেয়ার কথা বলে দ্রুত স্থান ত্যাগ করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, কলর্গাল নিয়ে অনৈতিক কাজে বাধা প্রদানের কারনে নিরীহ যুবকদের পুলিশ ফাসিঁয়ে দিতে সাজিমের হয়ে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ বিষয়ে অভিযোগকারী সাজিম তরফদার সাংবাদিকদের বলেন, তার গাড়ি আটক রেখে ২ লক্ষ টাকা চাদাঁদাবী করলে ডিবি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের আটক করে। এ নিয়ে এলাকাবাসী আমাকে নিয়ে নানা অপপ্রচার করছে বলে দাবী করেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমুল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে বলেন এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি ছিনতাই মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top