সকল মেনু

কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি মিজানুরের মৃত্যু

হটনিউজ ডেস্ক:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি যুদ্ধাপরাধ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান মিন্টু (৬৭) ময়মনসিংহের কোতোয়ালি থানার নাওমহন এলাকার মৃত. লুৎফর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান মিন্টু।

এসময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমান মিন্টুকে মৃত ঘোষণা করেন।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন ছিল। তার হাজতি নং ৩৫৫৫/২০১৫।

জেলার আরও জানান, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top