সকল মেনু

দেশে আরোও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত

হটনিউজ ডেস্ক:

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ইতালিফেরত বলে জানা গেছে। বিদেশফেরত যে ৪৮ জনকে গাজীপুরের পূবাইলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এই ব্যক্তি তাদের একজন।

বুধবার গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরের সিভিল সার্জন বলেন, গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে আমরা এটা নিশ্চিত হয়েছি।

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন খায়রুজ্জামান।

এ নিয়ে বাংলাদেশে মোট করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন।

এর আগে গাজীপুরের পূবাইলে ইতালি ফেরত ৪৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখান থেকে দুদিনে ৮ জনকে উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও ৪০ জন গাজীপুরের মেঘডুবি এলাকায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইনে রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top