সকল মেনু

সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ : আমিরাতের ক্রাউন প্রিন্স

হটনিউজ ডেস্ক:

বর্তমান বিশ্বব্যাপী আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৬০৩ জন। এর মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮ জন। এর মধ্যে একজনেরও মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছেন ২৩ জন।
করোনাভাইরাসে বৈশ্বিক প্রভাব বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতে বসবাসরত সকল নাগরিকদের মনোবল শক্ত রাখতে আহ্বান জানিয়েছেন।

সোমবার তিনি আমিরাতে বসবাসরত সকল নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমিরাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, আল্লাহর নিয়ামত জ্বালানি রয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমিরাত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সকল সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা সবাই মনোবল শক্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top