সকল মেনু

২০১৬ সালে সম্পন্ন হবে ট্যানারি শিল্পনগরীর কাজ: শিল্পমন্ত্রী

Dlip-120130818080106অর্থনৈতিক প্রতিবেদক,ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর অদূরে সাভারে বাস্তবায়নাধীন ট্যানারি শিল্পনগরীর কাজ ২০১৬ সালের জুনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

মন্ত্রী বলেন, “রাজধানীর হাজারীবাগ থেকে পরিবেশবান্ধব স্থানে ট্যানারি শিল্প স্থানান্তরের দাবি দীর্ঘ দিনের। পরিবেশগত উন্নয়ন ও বিশ্ববাজারে বাংলাদেশি চামড়া পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষে সরকার এ শিল্পের উন্নয়নে বদ্ধপরিকর।”
রোববার সকালে শিল্পমন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জনান।
তিনি জানান, এ নগরীর প্রকল্পে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর আওতাধীন ১৫৫ টি শিল্প ইউনিটের অধীনে ২০৫ টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, এটি বাস্তবায়ন হলে প্রকল্প এলাকায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
সংবাদ সম্মেলনে শিল্পসচিব মইন উদ্দিন আব্দুল্লাহ, বিসিক চেয়্যারম্যান শ্যাম সুন্দর রায়সহ মন্ত্রনালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top