সকল মেনু

মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত

হটনিউজ ডেস্ক:
বিশ্বব্যাপী করেনাভাইরাসের প্রাদুর্ভার ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়া দেশটির সঙ্গে সব ধরনের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যেই মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় ভারত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি দ্রুত ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে এ ভাইরাসটির প্রাদুর্ভাব দেরিতে ছড়িয়েছে।

এদিকে গত মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স, স্পেন এবং জার্মানির নাগরিকদের পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত করা হল। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে পাঁচ দেশ চীন, ইতালি, ইরান, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের দেশটি ঢুকতে কড়াকড়ি আরোপ করা হয়।

ভারত ইতিমধ্যে প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে যদিও সেখান থেকে কোনো ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

ভারতের উত্তরপশ্চিম রাজ্য মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং মঙ্গলবার এক টুইট বার্তায় লেখেন, করোনাভাইরাসের সংক্রামমক রুখতে (পূর্ব সতর্কতা) পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করা হয়েছে। ভারতের ওই প্রদেশটির সঙ্গে মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রেখা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top