সকল মেনু

অবশেষে আটকের কথা স্বীকার করেছে বিএসএফ

images (15) নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার ভোর রাতে নাজমুল হক (২৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাবার কথা দ্বিতীয় দিনের পতাকা বৈঠকে স্বীকার করেছে বিএসএফ।রোববার সকাল ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিতপুর সিমান্তের ২৩০/৫৩আর পিলারের পাশে আধা ঘন্টাব্যাপি বিজিবি- বিএসএফ এর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ নাজমুল হককে আটকের কথা স্বীকার করে।বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার কাজী আব্দুল গনি জানান,এই পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ কাদেরীপাড়া কোম্পানী ক্যাম্প এর এস আই বিজয় মুতান্নাভ এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার কাজী আব্দুল গনি।নিতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল গনি আরো জানান, পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, বাংলাদেশী নাগরিক নাজমুল হককে আটকের পরদিন চোরাকারবারি হিসেবে তাকে ভারতের হবিপুর থানায় সোর্পদ করা হয়েছে।উল্লেখ্য সিমান্ত এলাকার একটি হাট থেকে থেকে গরু কিনে ভারতের হরিশচন্দ্রপুর ও আগ্রাবাদ বিএসএফ ক্যাম্প এলাকার ২২৮/২২৯পিলারের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ভারতের ওই দুই ক্যাম্পের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। নাজমুল পোরশা উপজেলার অনন্তপুর গ্রামের আলীউল হকের ছেলে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top