সকল মেনু

করোনাভাইরাসে ভারতে আরও ১৮ জন আক্রান্ত

হটনিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে নতুন করে আরও ১৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২ জনে। খবর এনডিটিভির।

এ অবস্থায় কেরালা রাজ্যের চার জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মঙ্গলবার নতুন করে আক্রান্তদের মধ্যে কেরালার ৮ জন, মহারাষ্ট্রের ৫, কর্নাটকের চারজন এবং জম্মু-কাশ্মীরের একজন রয়েছে।

পুনেতে যে পাঁচজনের শরীরে করোনা দেখা দিয়েছে, তাদের মধ্যে এক দম্পতি ও তাদের মেয়ে রয়েছেন।

কেরালার প্রশাসন জানিয়েছে, চার রাজ্যের সব স্কুল ও সিনেমা হল এ মাসের শেষ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছু দিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।

শুরুতে জ্বর হয়, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীরব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top