সকল মেনু

রেডক্রিসেন্টের উদ্যোগে বন্যার্তদের স্থায়ী পুনর্বাসনের কর্মসূচি

Kurigram news 18.08.2013 pic-1ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কুড়িগ্রামের চরাঞ্চলের বন্যার্তদের স্থায়ী পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম সার্কিট হাউসে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব বিএমএম মোজাহারুল হক, জেলা প্রশাসক এবিএম আজাদ, বৃটিশ রেডক্রস-এর বাংলাদেশ প্রতিনিধি ডেভিড ম্যাথার, জেলা সেক্রেটারী আকতার হোসেন চিনু, যুব প্রধান ইউসুফ আলমগীর প্রমূখ।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জানায়, ‘ফ্লাড রিকোভারি প্রজেক্ট’-এর মাধ্যমে জেলার ২টি উপজেলার ৪টি ইউনিয়নের ১ হাজার বন্যার্ত পরিবারদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃটিশ রেডক্রসের সহায়তায় এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয় হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top