সকল মেনু

জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের রানের রেকর্ড

হটনিউজ ডেস্ক:
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ৬১ বলে ৬১ রান নিয়ে ক্রিজে ছিলেন। তার এই ইনিংসে রয়েছে ১০টি বাউন্ডারি। এ পথে একটি রেকর্ড গড়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখন তার। টপকে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞার কারণে আপাতত খেলার বাইরে তিনি।
সাকিব জিম্বাবুইয়ানদের বিপক্ষে ৪২ ইনিংসে করেন ১৪০৪। ৪০ ইনিংসে তাকে ছাড়ালেন তামিম। মঙ্গলবার তিনি ১৩৯৮ রান নিয়ে খেলা শুরু করেন। তৃতীয় স্থানে থাকা মুশফিকের রান ৪৩ ইনিংসে ১৩০৫।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেও টস জেতেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top