সকল মেনু

কেরানীগঞ্জে গুঁড়িয়ে দেয়া হলো এমপি আসলামের পাওয়ার প্লান্ট

হটনিউজ ডেস্ক:
বুড়িগঙা নদী ভরাট করে দখলের অভিযোগে কেরানীগঞ্জের চরওয়াশপুরে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মালিকানাধীন মাইশা পাওয়ার প্লান্টে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় ভেঙে দেয়া হয়েছে পাওয়ার প্লান্টের আধা কিলোমিটার সীমানাপ্রাচীর ও দুটি পাকাঘর।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় প্রায় চার একর জমি উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ প্ল্যান্টের মালিক ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আসলামুল হক।

তিনি গণমাধ্যমকে জানান, বিআইডব্লিউটিএর এই অভিযানের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। নিয়মের তোয়াক্কা না করে তার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top