সকল মেনু

পাঁচবিবি সীমান্তে ভারতীয় চোরচালানিও বিজিবি সংঘর্ষ,গুলি বর্ষণ

top_16202013-08-09_1375985365এসএস মিঠু , জয়পুরহাট থেকে : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় চোরাচালানিদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনায় নায়েক মোশাররফ হোসেন ও সিপাহী মতিয়ার রহমান গুরুত্বর আহত ও ভারতে ফিরে যাবার পর এক চোরচালানির মৃত্যু হয়েছে।আহত বিজিবি সদস্যদের জয়পুরহাটের বিজিবি’র ব্যাটালিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় বিজিবি সদস্যরা ভারতীয় চোরাচালানিদের ফেলে যাওয়া একটি গরু জব্দ (আটক)করেছে । শনিবার রাত (গতরাত) সাড়ে তিনটার দিকে জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা-উঁচনা সীমান্তে এ ঘটনা ঘটেছে।জয়পুরহাটের ৩বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সাব্বির খসরু আলী জানান, ‘গতরাত সাড়ে তিনটার দিকে একদল ভারতীয় চোরাচালানি জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা-উঁচনা সীমান্তেন ২৮১এর ১৮সাব সীমান্ত পিলারের নিকট ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।ওই সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দেশীয় ধারালো অস্ত্র সহ বিজিবি সদস্যদের আকস্মিক হামলা চালিয়ে চারদিক থেকে ঘেরাও করে।এ সময় নায়েক মোশাররফ হোসেন ও সিপাহী মতিয়ার রহমান গুরুত্বর আহত হন। উপায় না দেখে নিজেদের রক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি সদস্যরা ৩রাউন্ড গুলি ছোঁড়ে।এমনি পরিস্থিতিতে চোরচালানিরা ভারতে ফিরে যেতে বাধ্য হয়।’তিনি আরও জানান,‘পরে বিশ্বস্থ সূত্রে জানা গেছে, ভারতে ফিরে যাবার পর এক চোরাচালানির মৃত্যু হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top