সকল মেনু

জাপার ৩৫ প্রেসিডিয়াম সদস্যের পদত্যাগের খবর ভিত্তিহীন

BZP-sm20130817091852আছাদুজ্জামান ,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ৩৫ জন প্রেসিডিয়াম সদস্য পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন, একটি নিউজ পোর্টালের এমন খবরকে ‘অসুস্থ মস্তিষ্কের উর্বর চিন্তা’ বলে মন্তব্য করেছেন জাপার সিনিয়র নেতারা।

জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ হটনিউজকে বলেছেন, ‘খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি বলেন, ‘এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতারা ঐক্যবদ্ধ আছেন। এখানে কোনো রকম অনৈক্য বা ভুল বোঝাবুঝি নেই। খবরে মহাজোট ছাড়া না ছাড়াকে কেন্দ্র করে এ মতবিরোধ বলা হলেও বিষয়টি নিয়ে জাপার মধ্যে কোনো মতপার্থক্য নেই।’

তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যানকে মহাজোট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত করার ভার দিয়েছে পার্টির নীতি-নির্ধারণী ফোরাম। আর পার্টির চেয়ারম্যানও বলেছেন, যথাসময়েই তিনি মহাজোট ছাড়বেন।’

তাই, এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই বলেও দাবি করেন এরশাদের এই মুখপাত্র কাজী ফিরোজ রশীদ।

রোববার পার্টির প্রেসিডিয়ামের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বৈঠক নিয়মিত বৈঠকের অংশ। ঈদপরবর্তী কুশল বিনিময় প্রাধান্য পাবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জিয়া উদ্দিন আহমেদ বাবলু হটনিউজকে বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। খবরটি ভিত্তিহীন এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে।’

অপরদিকে, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার হটনিউজকে  বলেন, ‘এই খবরটির বিন্দুমাত্র সত্যতা নেই। আমরা এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। জাতীয় পার্টি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।’

খবরটি ভিত্তিহীন হওয়ায় তারা এ বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না বলেও জানান জাপা মহাসচিব।

জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ হটনিউজকে বলেন, ‘খবরটির কোনো ভিত্তি নেই। এরশাদের নেতৃত্বের প্রতি সবার আস্থা রয়েছে।’

জাপার অপর এক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, জাপার মধ্যে মহাজোটের পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ আছে, এ কথা সত্যি। এই মুহূর্তে মহাজোট বিরোধীরা সোচ্চার হয়ে উঠেছে। তাদের পাল্লাও ভারী। তবে সেই গ্রুপটি পদত্যাগ করতে পারে এমনটি মনে হয় না।’

তিনি জানান, আর পদত্যাগ করলে জটিলতাও রয়েছে।

কারণ হিসেবে জাপার এই নেতা জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) কারণে এখন কারো দল ছেড়ে অন্যদলে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। আরপিওতে বলা হয়েছে, দল পরিবর্তনের পর তিন বছর অতিবাহিত না হলে নতুন দল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সব রাজনীতিবিদেরই প্রত্যাশা থাকে, নির্বাচনে অংশ নেওয়ার। তাই, এই সময়ে নিজেদের পায়ে কেউ কুড়াল মারবেন বলে বিশ্বাস করেন না জাপার এই সিনিয়র নেতা।অপর দিকে জাপার ভাইস চেয়ারম্যানএ.টি.এম. গোলাম মওলা চৌধুরী হটনিউজকে বলেন,জাপায় এমন কোন সংকট সৃস্টি হয়নি যে একযোগে ৩৫জন প্রেসিডিয়াম সদস্য পদত্যাগ করবে।পল্লীবন্ধু  হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বেই জাপা ছিল,আছে ,এবং থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top