সকল মেনু

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ

হটনিউজ ডেস্ক:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। দেশটির রাজার কাছে নিজের পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় আজ সোমবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দুই লাইনের একটি বিবৃতি দিয়েছেন মাহাথির মোহাম্মদ।

বিবৃতিতে তিনি জানান, সোমবার বেলা ১ টায় (কুয়ালালামপুর সময় ৫ টা) দেশটির বাদশাকে তার পদত্যাগ সম্পর্কে অবহিত করেছেন।

ঐতিহাসিক এক নির্বাচনের মধ্য দিয়ে দুর্নীতিতে জর্জরিত জোটকে হারিয়ে ২০১৮ সালে ক্ষমতায় আসেন মাহাথির। নির্বাচনের আগে দুই বছরের মাথায় জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দিয়ে বিদায় নেয়ার কথা থাকলেও ক্ষমতা ছাড়েননি মাহাথির।

মাহাথিরের পদত্যাগের পর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আনোয়ার ইব্রাহীমকে ভাবা হচ্ছে।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top