সকল মেনু

ভাষা আন্দোলনের প্রেরণা থেকে ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে: ইশরাক

হটনিউজ ডেস্ক:

ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকে ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
ইশরাক বলেন, ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ। ১৯৫২ সালে যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা ভাষা পেয়েছি আমি তাদের শ্রদ্ধা জানাই।

বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির এই সদস্য আরও বলেন, ‘এখন আমাদের কোনো ভোটাধিকার নেই। এর জন্য আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলনের সেই অনুরপ্রেরণা থেকেই আমাদের এটি করতে হবে। তাই আমি সবাইকে আহ্বান জানাই, এই অনুপ্রেরণা থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top