সকল মেনু

জসওয়ালের বিশ্বকাপ সেরার ট্রফি ভেঙে দুই টুকরো!

হটনিউজ ডেস্ক:
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

তবে এই বিশ্বকাপে ছয় ম্যাচে এক সেঞ্চুরি আর চার হাফ সেঞ্চুরির সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভারতের জশস্বী জসওয়াল।
ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৮৮ রানের এক ইনিংস খেলেছিলেন তিনি। টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট—সবই তার দখলে ছিল, যদিও শেষ অবধি হাসতে পারেননি বিজয়ীর হাসি। দলকে জেতাতে না পারলেও জশস্বী জসওয়াল নিজে ঠিকই জিতে নিয়েছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে দেশে ফিরে আরেকটা দুঃসংবাদ পেলেন। সেরা খেলোয়াড়ের ট্রফিটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে।

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেই তিনি আবিষ্কার করেন তার ট্রফিটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিভাবে ভেঙে গেছে, সেটা তিনি নিজেও জানেন না। অবশ্য ট্রফির ব্যাপারে একদমই মাথাব্যথা নেই জসওয়ালের। বরং ১৮ বছর বয়সী এই ক্রিকেটার বেশি চিন্তিত তার পারফরম্যান্স নিয়ে। আর তার ট্রফির প্রতি উদাসীনতা নতুন কিছু নয়। যার প্রতিচ্ছবি স্পষ্টই ফুটে ওঠে ১৮ বছর বয়সী জসওয়ালের কোচ জাওলা সিংয়ের কথায়। তিনি বলেন,‘এবারই প্রথম নয়! সে ট্রফি নিয়ে খুব একটা ভাবে না, সে রান নিয়েই বেশি ভাবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top