সকল মেনু

ষাড়ের মই দৌড় খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত

MMMMMMশেরপুর শাহরিয়ার আহম্মেদ শাকির: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পশ্চিম কাজিরচর সীমান্ত বাজার সংলগ্ন মাঠে শেরপুর জেলার কৃষকদের জনপ্রিয় ষাড়ের মই দৌড় খেলার ফাইনাল খেলা আজ ১৭ আগষ্ট বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল দৌড়ে ২০১৩ সালের ফাইনাল দৌড়ে যুগ্মভাবে আগুনের চরের পাঙ্খা আলী ও ভাটি লঙ্গর পাড়ার আশরাফ আলীর মই দল চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ২০১২ সালের স্থগিত ফাইনাল দৌড়ের খেলায় লঙ্গর পাড়ার সুরুজ ব্যাপারীর মই দল চ্যাম্পিয়ন হয়। স্থানীয় মই দৌড় পাগল আব্দুল হামিদের আয়োজনে খড়িয়া কাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক ডিলারের সভাপতিত্বে অনুষ্ঠিত মই দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সাপ্তাহিক নতুন যুগের সম্পাদক, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মেরাজ উদ্দিন। এসময় শ্রীবরদী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সীমান্ত বাজার পরিচালনা কমিটির সভাপতি ইন্তাজ আলী মেম্বার, প্রভাষক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আব্দুর রশীদ, আয়োজক আব্দুল হামিদ প্রমুখ উপিিস্থত ছিলেন। খেলায় ২০১২ সালে ও ২০১৩ সালে ৩২টি করে মইয়ের দল অংশ গ্রহণ করে। ৪টি করে ষাড় গরু দিয়ে একটি করে মইয়ে মোট ৩টি মইয়ে ১২টি ষাড় গরুর দৌড় খুবই আকর্ষনীয়। আর আকর্ষনীয় এ খেলা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top