সকল মেনু

শ্রীমঙ্গলে মনসা পূজার দিন

Moulvibazar Snajke Releage Pic-01এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার: লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে বিড়ল প্রজাতির ফনি মনসা, পদ্ম গোকরা ও একটি হিমালয়ান ধুরা সাপ। শনিবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের সর্পের দেবী মনসা পূজার দিনে মানুষের হাতে ধরা পড়ে দেবী মনসার প্রধান বাহন ফনিমনসা, পদ্ম গোকরা ও হিমালয়ান ধুরাসহ এই তিনটি সাপকে উদ্বার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে অবমুক্ত করা হয় শ্রীমঙ্গল লাউয়াছড়া ন্যাশনাল পার্কে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মর্তুজ আলী, প্রেস ক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, ফরেস্টার জুলহাস মিয়া, শামীম আক্তার হোসেন, সৈয়দ ছায়েদ আহমদ, আতাউর রহমান কাজল, সজল দেব ও বিকুল চক্রবর্ত্তী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top