সকল মেনু

নোট গাইড ব্যবস্থা বন্ধ করতে চাই : শিক্ষামন্ত্রী

হটনিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, আমরা নোট গাইড ব্যবস্থা বন্ধ করতে চাই। বর্তমান সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় নোট গাইডের প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষক নোট গাইড প্রকাশকের কাছ থেকে আর্থিক সুবিধা নেন, ছাত্র-ছাত্রীদের নোটগাইড কিনতে বাধ্য করেন। জেলা প্রশাসনকে বলবো এসব বন্ধে আপনারা আরও তৎপর হবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top