সকল মেনু

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে প্রস্তাব পাস

হটনিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে দু’টি প্রস্তাব পাস করা হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে গেলে প্রয়োজনীয় বাজেট আটকে দেয়ার লক্ষ্যে প্রথম প্রস্তাবটি পাস হয় যাতে ২২৮ সদস্য পক্ষে এবং ১৭৫ সদস্য বিপক্ষে ভোট দেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি রো কানা এ প্রস্তাবটি উত্থাপন করেন। অন্য প্রস্তাবটি উত্থাপন করে আরেক ডেমোক্র্যাট সদস্য বারবারা লি।

বৃহস্পতিবার, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এ প্রস্তাব দুটি পাস করে। প্রস্তাব দু’টি পাস হওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, কংগ্রেস সদস্যরা যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী সহিংস আচরণের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন তা এসব প্রস্তাব পাসের মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে।
প্রসঙ্গত, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই আইনের অপব্যবহার করে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করেন। ট্রাম্প যাতে একই আইনের অপব্যবহার করে ইরানে আগ্রাসন চালাতে না পারেন সেজন্য প্রতিনিধি পরিষদ এ প্রস্তাব পাস করেছে। প্রস্তাবটির পক্ষে ২৩৬ জন এবং বিপক্ষে ১৬৬ সদস্য ভোট দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top