সকল মেনু

রাত ১২টায় শেষ হচ্ছে সিটি নির্বাচনের সব প্রচার

হটনিউজ ডেস্ক:
প্রায় ৫৪ লাখ ভোটারকে আকৃষ্ট করতে বেশ কয়েকদিন জমজমাট প্রচারের পর এবার ঢাকার দুই সিটি নির্বাচনের সব ধরনের প্রচারের কাজ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায়।

ঢাকার দুই সিটি নির্বাচন ভোটগ্রহণ শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮টায়। সে সময়ের ৩২ ঘণ্টা আগে সময় শেষ হবে ৩০ জানুয়ারি রাত ১২টায়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করার বিধান রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এ নিষেধাজ্ঞা বজায় থাকবে নির্বাচন ফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত। এমনকি জয়ের মিছিল, মশাল মিছিল, মোটরসাইকেল মিছিলও করা যাবে না।

নির্বাচনে উভয় সিটি করপোরেশনের ১৩ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ৭শ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার রয়েছেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top