সকল মেনু

শুক্র ও শনিবার বন্ধ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

হটনিউজ ডেস্ক:

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় ইসি।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগের দিন ৩১ জানুয়ারি ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

প্রথম দিকে ৩০ জানুয়ারি ভোটের দিন রাখলেও সরস্বতী পূজার কারণে পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেয়া হয়। ফলে ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ১ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নেয়া হয়েছে।

এদিকে বাণিজ্য মেলার সময় বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। এরমধ্যেই বাণিজ্য মেলা দুই দিন বন্ধ রাখার জন্য ইসির সিদ্ধান্ত এল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top