সকল মেনু

কুবির প্রথম সমাবর্তনে বিকেলে কুমিল্লায় যাচ্ছেন রাষ্ট্রপতি

হটনিউজ ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। এজন্য আজ বিকালে কুমিল্লায় যাচ্ছেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রাষ্ট্রপতি আজ বিকেল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

সূচি অনুযায়ী, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার আজ দুপুরে কুমিল্লা সেনানিবাসের একটি হেলিপ্যাডে অবতরণ করবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সমাবর্তনে যোগ দেবেন। সমাবর্তন শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহ। বক্তব্য দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় কুবির ছয়টি অনুষদের পাঁচ হাজার ৬৪৮ জনকে মূল সনদ ও ১৪ জনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top