সকল মেনু

ভারতীয় মদ ও ফেনডিসিল উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৭.০৮.১৩):downloadghgh1.thumbnailচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত এলাকা থেকে ২০৮ বোতল ভারতীয় মদ ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোররাতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের মেদেনীপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার তোতা মিয়া জানান, শনিবার ভোররাতে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সীমান্তের ৬৪ মেইন পিলারের কাছাকাছি ৮-১০জন চোরাকারবারিকে বসে থাকতে দেখা যায়। তাদের চ্যালেঞ্জ করলে তারা ২০৮ বোতল ভারতীয় মদ ও ৩৬ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এসব মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top