সকল মেনু

ভারত এক পা এগোলে, আমরা দু’পা এগোতে প্রস্তুত:ইমরান খান

হটনিউজ ডেস্ক:

পশ্চিমি দেশগুলি বাণিজ্যিক স্বার্থ নিয়ে বেশি আগ্রহী, আর তাই কাশ্মীর নিয়ে কোনও আগ্রহই দেখাচ্ছে না তারা- এমনটাই মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত বৃহস্পতিবার পাকিস্তানের উদ্যোগে কাশ্মীর প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে তোলার চেষ্টা করেছিল চিন, কিন্তু অন্য সদস্যদের আপত্তিতে তা বাতিল হয়ে যায়।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইমরান খান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমি দেশগুলির কাছে বাণিজ্যিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বিশাল বাজার হাতছাড়া করতে চায় না বলেই কাশ্মীরের ৮০ লক্ষ মানুষের সঙ্গে কী ঘটছে, ভারতের সংখ্যালঘুদের সঙ্গে কী ঘটছে, সে ব্যাপারে নিশ্চুপ পশ্চিমি দেশগুলি।’ আর এবার সরাসরি নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা প্রসঙ্গে ভারতকে চরম হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

গতকাল রবিবার ট্যুইটারে তিনি বলেন, ‘ ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা পার করে দিনের পর দিন হামলা চালাচ্ছে। ওই হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হামলার মাত্রা ক্রমে বেড়েই চলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ নিয়ে ভারতকে সতর্ক করা। নিয়ন্ত্রণরেখার অন্যদিকে তারা যাতে হামলা না চালায় তা নিয়ে ভারতকে সতর্ক করা উচিত।’
ইমরানের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তিনি। ইমরানের কথায়, ‘আমি বলেছিলাম, ভারত এক পা এগোলে, আমরা দু’পা এগোতে প্রস্তুত। কিন্তু তারপরই জানতে পারলাম আরএসএস মতাদর্শের কারণে ভারত সেই প্রস্তাব গ্রহণ করছে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top