সকল মেনু

১৬০ কারখানার সদস্য পদ স্থগিত করলো বিজিএমইএ

Bgmea-logosm20130816072148স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: নিরাপদ কর্মপরিবেশ না থাকায় একশ ৬০টি পোশাক কারখানার সদস্য পদ স্থগিত করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সমিতি বিজিএইএ।বিজিএমইএ থেকে জানা যায়, জেনারেলাইজড সিস্টেম প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফিরিয়ে আনার জন্য পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে বিজিএমইএ থেকে আটশ ৮৫টি কারখানা পরিদর্শন করা হয়।পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে একশ ৬০টি কারখানার সদস্য পদ স্থগিত করে বিজিএমইএ। এর ফলে, কারখানাগুলো বিজিএমইএ থেকে আর ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) পাবে না। আর ইউডি সুবিধা না পেলে এই কারখানাগুলো কোনো পণ্য আমদানি বা রফতানি করতে পারবে না।তবে বিজিএমইএ-এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম মনে করেন, কারখানাগুলো তাদের ফ্যাক্টরি দ্রুত কমপ্লায়েন্স করবে। কারখানাগুলো কমপ্লায়েন্স করে ফিরলে তাদের সদস্য পদ পুনর্বহাল করা হবে।তবে বিজিএমইএ এ স্থগিত আদেশ কতো তারিখে দিয়েছে তা নির্দিষ্ট করে জানা না গেলেও শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিজিএমইএ কর্তৃপক্ষ।এদিকে, বিজেএমইএ সূত্র জানায়, পোশাক শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নয়ন করার জন্য বিজিএমইএ থেকে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top