সকল মেনু

ভারতের পার্লামেন্টের ক্যান্টিনে পুরোপুরি নিরামিষ খাবার

হটনিউজ ডেস্ক:

বিরিয়ানি, চিকেন কাটলেট, ফিশ অ্যান্ড চিপস। ভারতের পার্লামেন্টের ক্যান্টিনে এই সবই ছিল ‘সিগনেচার ডিশ’। সম্ভবত এবার থেকে এই সব আমিষ পদের দেখা আর মিলবে না পার্লামেন্টের ক্যান্টিনে।

এ বিষয়ে ভারতীয় সংবাদ গণমাধ্যম এইসময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই পুরোপুরি নিরামিষ খাবার মিলবে পার্লামেন্টের ক্যান্টিনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংসদের ক্যান্টিনে খাবারের মাত্রাতিরিক্ত কম দাম অনেক সময়ই খবরে উঠে এসেছে। এতদিন ক্যান্টিন পরিচালনার দায়িত্বে আইআরসিটিসি থাকলেও এবার সম্ভবত তাদের বিদায় জানানো হবে। অনেকটাই কমানো হবে ক্যান্টিন বাবদ সরকারের দেওয়া ভর্তুকির পরিমাণও। আইআরসিটিসি-র বদলে এবার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে বিকানিরওয়ালা বা হলদিরামের মধ্যে কোনো একটি বেসরকারি সংস্থা আসতে চলেছে। এই দুটি সংস্থাই সম্পূর্ণ নিরামিষ খাবার বিক্রি করে। তাই পার্লামেন্টের ক্যান্টিনের দায়িত্বে এই দুটি সংস্থার একটি এলে সেখানে যে আর আমিষ পদ মিলবে না, তা স্পষ্ট।
লোকসভার স্পিকার ওম বিড়লা খুব শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top