সকল মেনু

মায়ের একটি ফোনকলে বেঁচে গেলেন ছেলে!

হটনিউজ ডেস্ক:

১০০ ফুট গভীর খাদে পড়ে কাতরাচ্ছিলেন ছেলে। ওই মুহূর্তে মায়ের একটি ফোনকলে বেঁচে যান ছেলে। এমন ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে।

জানা যায়, এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিংহগড়ের ফোর্টের ‘উইন্ড পয়েন্ট’ থেকে পড়ে গিয়েছিলেন ১০০ ফুট গভীর খাদে। পুনের বাইরে প্রবীন ঠাকুর নামে ওই ইঞ্জিনিয়ার ছেলে একাই গিয়েছিলেন ফোর্টে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মা তাকে ফোন করেন। এসময় কোনও মতে ফোন ধরে ছেলে মা-কে দুর্ঘটনার কথা জানায়। খাদে পড়ে রয়েছে শুনে মা আতঙ্কিত হয়ে পড়েন।

এর পরই বন্ধু ও আত্মীয়দের ঘটনার কথা জানান ওই মা। প্রবীনের বোন ও দুই বন্ধু বিমানে চড়ে সেই এলাকায় যান শুক্রবার সকালে। সেখানে পৌঁছে ফোর্টের নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবীণকে খুঁজে বের করেন তারা।
প্রবীণ ভোসরির একটি নাম করা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন। সাহায্যের হাত বাড়িয়েছিলেন মাউন্টেনিয়র ক্লাবের সদস্যরাও। প্রবীণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: এই সময়

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top