সকল মেনু

কাজ ফেল করলে সে পরবর্তী অংশ নিতে পারবে না-যোগাযোগমন্ত্রী

images (13)রিপন হোসেন, যশোর থেকে:যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যে সব ঠিকাদার একটা কাজে ফেল করবে তারা পরবর্তীতে আর কোন কাজে অংশ নিতে পারবে না। যারা কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সব ঠিকাদারের রেকর্ড খারাপ তারা যাতে পরবর্তী কাজে অংশ নিতে না পারে সেজন্য তিনি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দেন। শুক্রবার বিকেলে মন্ত্রী ঝটিকা সফরে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনে নওয়াপাড়ায় এসে এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, আমি সুনামের জন্য কাজ করি না। টাকার জন্য কাজ করি না। দেশের ১৬ কোটি মানুষের জন্য কাজ করি। মন্ত্রী আরও বলেন, আমার আর আড়াই মাস সময় আছে। এসময়ে যদি জনগণের আড়াই ভাগও দুর্ভোগ কমানো যায় এতেই আমি খুশি। এসময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top