সকল মেনু

সুপার কাপের ফাইনালে রিয়াল, অপেক্ষায় বার্সা


হট নিউজ ডেস্ক:

স্প্যানিশ সুপার কাপের সেমিফনালে উড়ন্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা।

বুধবার গুরুত্বপূর্ণ কয়েকজনকে ছাড়া সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলতে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা।

দ্রুত সাফল্যও পেয়ে যায় লস ব্লাঙ্কোরা। ১৫ মিনিটে টনি ক্রুসের নৈপুণ্যে লিড নেয় তারা। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী ফুটবল খেলে স্প্যানিশ জায়ান্টরা। ফলে ফের গোল পায় তারা।

গোছালো আক্রমণে ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। ডান পায়ের দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এতে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের গতি বজায় রাখে তারা। এ অর্ধে প্রতিপক্ষের গোলমুখ খুলতেও বেশিক্ষণ সময় নেয়নি দলটি। ৬৫ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন লুকা মড্রিচ।

পরে গোল দিতে আপ্রাণ চেষ্টা করে ভ্যালেন্সিয়া। তবে সহসা রিয়ালের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি তারা। অবশেষে ইনজুরি টাইমে গোল পায় দ্য অরেঞ্জরা।

সফল স্পট কিকে সান্ত্বনাসূচক গোলটি করেন পারেহো। ডি-বক্সে সার্জিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টির বাশি বাঁজান রেফারি।

এতদিন স্প্যানিশ লিগ ও কাপের দুই চ্যাম্পিয়ন নতুন মৌসুমের শুরুতে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতো। তবে এবার ৪ দল নিয়ে এ প্রতিযোগিতা হচ্ছে। এ বছরই প্রথম স্পেনের বাইরে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ।

বৃহস্পতিবার সৌদিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি।

তথ্যসূত্র: গোলডটকম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top