সকল মেনু

২কোটি টাকার ভারতীয় নেশা ও যৌন উত্তেজক ওষুধ আটক

16.08.2013   Joypurhat Photo  00 copyএসএস মিঠু , জয়পুরহাট থেকে : শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে ২কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ওষুধ আটক করেছে বিজিবি।তবে পাচারকারিরা কেউ আটক হয়নি।

 

জয়পুরহাটের ৩বর্ডার গার্ড বাটালিয়ানÑ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল খসরু সাব্বির আলী জানান,‘গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা শুক্রবার ভোর রাতে আকস্মিক অভিযান চালিয়ে সীমান্তের ওপার থেকে চোরাই পথে পাচার করে আনা আনুমানিক ২কোটি টাকার ৮বস্তা আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় ওষুধ আটক করে।ওষুধ গুলো রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হতোÑ বলে ধারনা সংশ্লিষ্টদের। পাচারকারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাথায় করে বহনকরা ওষুধের বস্তা গুলো ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। ’

 

আটক ভারতীয় ওষুধের মধ্যে যৌন উত্তেজক,নেশা ও মাদক জাতীয় ট্যাবলেটই বেশি ।ওষুধ গুলোর মধ্যে রয়েছে প্যারাক্টিন ট্যাবলেট ৫লাখ পিস,৩লাখ ১২হাজার পিস ডেক্সিন ট্যাবলেট,৭২হাজার ৪০০পিস ক্লোফিমল ট্যাবলেট ও সিটিজেন ট্যাবলেট ৪২হাজার পিস।পরে আটক ওষুধ গুলো জয়পুরহাটের ৩বর্ডার গার্ড বাটালিয়ান সদর দফতরে নিয়ে দুপুরে সাংবাদিকদের সামনে উপস্থাপন শেষে হিলি কাষ্টমসে জমা দেয়া হয়েছে।

জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত থেকে ২কোটি টাকার

ভারতীয় নেশা ও যৌন উত্তেজক ওষুধ আটক

এসএস মিঠু , জয়পুরহাট থেকে : শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে ২কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ওষুধ আটক করেছে বিজিবি।তবে পাচারকারিরা কেউ আটক হয়নি।

 

জয়পুরহাটের ৩বর্ডার গার্ড বাটালিয়ানÑ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল খসরু সাব্বির আলী জানান,‘গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা শুক্রবার ভোর রাতে আকস্মিক অভিযান চালিয়ে সীমান্তের ওপার থেকে চোরাই পথে পাচার করে আনা আনুমানিক ২কোটি টাকার ৮বস্তা আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় ওষুধ আটক করে।ওষুধ গুলো রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হতোÑ বলে ধারনা সংশ্লিষ্টদের। পাচারকারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাথায় করে বহনকরা ওষুধের বস্তা গুলো ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। ’

 

আটক ভারতীয় ওষুধের মধ্যে যৌন উত্তেজক,নেশা ও মাদক জাতীয় ট্যাবলেটই বেশি ।ওষুধ গুলোর মধ্যে রয়েছে প্যারাক্টিন ট্যাবলেট ৫লাখ পিস,৩লাখ ১২হাজার পিস ডেক্সিন ট্যাবলেট,৭২হাজার ৪০০পিস ক্লোফিমল ট্যাবলেট ও সিটিজেন ট্যাবলেট ৪২হাজার পিস।পরে আটক ওষুধ গুলো জয়পুরহাটের ৩বর্ডার গার্ড বাটালিয়ান সদর দফতরে নিয়ে দুপুরে সাংবাদিকদের সামনে উপস্থাপন শেষে হিলি কাষ্টমসে জমা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top