সকল মেনু

পাকিস্তান-ভারত লড়াই দেখতে মুখিয়ে বিশ্ব: মিয়াঁদাদ

হটনিউজ ডেস্ক:
পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াদাঁদ বলেছেন, পাক-ভারত ক্রিকেট দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব।

২০১৩ সালের জানুয়ারির পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। সেবার ভারতে গিয়ে ২ ম্যাচ টি-টোয়েন্টি এবং ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে এসেছিল পাকিস্তান।

এরপর কেবল আইসিসি ইভেন্ট (বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) এবং এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে পায় দর্শক।

মিয়াঁদাদের বিশ্বাস, ইন্দো-পাক দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় শুরু হলে আর্থিকভাবে দুদেশই লাভবান হবে। উভয় দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে।

সংবাদমাধ্যম এপিপিকে তিনি সম্প্রতি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ফের মাঠে গড়ানো দরকার দ্বিপক্ষীয় সিরিজ। আর্থিকভাবেও এটি উভয় দেশকে সহায়তা করবে।

মিয়াদাঁদ উল্লেখ করেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তানের মধ্যে নিয়মিত ভিত্তিতে সিরিজ হওয়া দরকার।

তিনি বলেন, আমাদের সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য প্রায় একই। শুধু ক্রিকেটের স্বার্থে এশিয়ান দেশগুলো এক হলে সবাই উপকৃত হবে।

তথ্যসূত্র: বিজনেস রেকর্ডার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top