সকল মেনু

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপিকেই সন্দেহ ওবায়দুল কাদেরের

বিএনপি তাদের কার্যালয়ের সামনে নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে কি না- সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের এমন সন্দেহের কথা প্রকাশ করেন তিনি।

এর আগে, রবিবার জধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।
পদ্মা সেতুতে আগামীকাল ২০তম স্প্যান বাসার কথা জানিয়ে এদিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্প্যানে কাঠামো বসানোর কাজ শেষ হবে। এই লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top